Dr. Neem on Daraz
Victory Day

যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, স্বস্তিতে ঈদযাত্রা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ১২:০০ পিএম
যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, স্বস্তিতে ঈদযাত্রা

মানিকগঞ্জঃ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলেও ঘাট এলাকায় নেই কোনো ভোগান্তি। যার ফলে ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে পাটুরিয়া ফেরি এলাকায় জিরো পয়েন্টে কোনো যানবাহনের দেখা মেলেনি। ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনগুলো আসা মাত্রই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকেই যানবাহনের তেমন চাপ নেই পাটুরিয়া ঘাট পয়েন্টে তবে কাটা গাড়ির যাত্রীর পার হচ্ছে ফেরিতে করে। যাত্রীবাহী পরিবহন না থাকায় অপেক্ষাকৃত অন্য যানবাহনগুলোকে পার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপারের জন্য ১৭টি ফেরি নিয়োজিত আছে এবং বাকি ফেরিগুলো অলস সময় পার করছে বলেও জানান তিনি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে