Dr. Neem on Daraz
Victory Day

৩৪ মাস বিল বকেয়া, আ. লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৯:৩৯ এএম
৩৪ মাস বিল বকেয়া, আ. লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফাইল ছবি

কিশোরগঞ্জঃ কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাক (ডিজিএম) সোহরাব হাসান বলেন, যারা দীর্ঘদিন যাবত নোটিশ করার পরও বকেয়া বিল পরিশোধ করছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে, ৩৪ মাস যাবত বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ছাড়া আরও ৯টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান। 

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডিজিএম সোহরাব হাসান, এজিএম মো. আশেকুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে