Dr. Neem on Daraz
Victory Day

মাঝারি তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৩:২৯ পিএম
মাঝারি তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গাঃ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এখন মাঝারি তাপপ্রবাহে রুপ নিয়েছে। শনিবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা ৬ দিন দেশের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূূত্রে জানা গেছে, গত ৬ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। এরমধ্যে গত রবিবার ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা ৩ দিন মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর তা মাঝারি তাপপ্রবাহে রুপ নিয়েছে। এধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে। গরমের মৌসুমে একটানা এতদিন ধরে এক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল।

তিনি আরও জানান, গত বছরের সাথে এবছর গরমের তুলনা করলে দেখা যাচ্ছে এবছর গরমের তীব্রতা অনেক বেশি। গত বছর জানুয়ারি মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু এবছর এপ্রিল মাস চলে আসলেও চুয়াডাঙ্গায় বৃষ্টির দেখা নেই। বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। ফলে হঠাৎ কালবৈশাখী ঝড় ছাড়া সাধারণ  বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে