মানিকগঞ্জঃ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সবচেয়ে বড় এই বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে ঝিটকা বাজারে 'সাইম কসমেটিকস ' এ বিপুল পরিমাণ অবৈধ ও নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে অমিত ফার্মেসি এবং মহব্বত মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ঝিটকা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় পবিত্র রমজান মাসে অবৈধ মজুদ রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন।
অভিযানে সহযোগিতা করেন মানিকগঞ্জ ক্যাবের সাধারণ সম্পাদক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ৩৬ আনসার ব্যাটালিয়ন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।
অপু সাহা/বুইউ