Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০২:১৫ পিএম
ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহঃ জেলার কোটচাঁদপুরে সেলুন দোকানিকে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার হরিনদিয়া গ্রামের মুত আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি রাতে উপজেলার হরিনদিয়া বাজারে নিজের সেলুনের দোকানে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বিমল চন্দ্র দাস। সে সময় বাড়ির পাশে মাঠে পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের ছোট ভাই মদন চন্দ্র দাস বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। 

পুলিশ তদন্ত শেষে হাফিজুর রহমান এবং নাসির উদ্দিনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেন। শুনানি শেষে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে