Dr. Neem on Daraz
Victory Day

অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পাবনা প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০১:২১ পিএম
অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর ছেলের মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজনু সেখ

পাবনাঃ সাঁথিয়া উপজেলায় হাসপাতালে অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার (২৭ মার্চ) সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মজনু সেখ (৪২)। তিনি উপজেলার আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু সেখের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

মজনু সেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে গ্রামের আসেন। অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তার বাবাকে নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে মজনু হাসপাতাল থেকে বাড়ি যান। পরে বিশ্রাম না নিয়েই খেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে অসুস্থ বোধ করেন। পরে তাকে পরিবারের সদস্যরা বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহীতে রেফার করেন। পরে রোববার রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত ২টায় মারা যান তিনি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে