Dr. Neem on Daraz
Victory Day

তথ্য অধিকার আইন স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন


আগামী নিউজ | মাগুরা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৫:১৮ পিএম
তথ্য অধিকার আইন স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন

তথ্য অধিকার আইন আমাদের মহান স্বাধীনতা ও সংবিধানের মূল চেতনার প্রতিফলন। সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছে, সে আলোকে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর অনলাইন ট্রাকিং সিস্টেম প্রবর্তন করে মডেল ডিজাইন করা হয়েছে বলে জানান প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

জনগণ তথ্যের জন্য কর্তৃপক্ষের পেছনে দৌড়াবে না। জনগণকে সকল তথ্যসেবা দিতে কর্তৃপক্ষ বাধ্য। এ আইনের ফলে আইনগতভাবে জনগণের স্বার্থ রক্ষায় আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ ও তথ্য অধিকার সংক্রন্ত অনলাইন ট্রাকিং বিষয়ক জনঅবহিতকরণ সভায় এ সব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে আর শাহরিয়ার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ার পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

তিনি আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, সে আলোকে তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর অনলাইন ট্রাকিং সিস্টেম প্রর্বতন করে মডেল ডিজাইন করা হয়েছে। সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস্য। সেখানে জনগণ কর্তৃপক্ষের পেছনে সেবার জন্য দৌড়বে না। দু-একটি ব্যতিত সকল তথ্য জনগণকে দিতে হবে।

পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ ও তথ্য অধিকার সংক্রান্ত অন লাইন ট্রাকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।

আগামী নিউজ/এমআর/এসএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে