মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর দারুল আমান দাখিল মাদ্রাসার সুপার এইচ এম বজলুর রহমানকে অপসারনের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) সকালে মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল, ছাত্রীর সঙ্গে অনৈতিক কার্যকলাপ, মাদ্রাসায় অনুপস্থিত, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে।
বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারি অভিযোগ করে বলেন, সুপার বজলুর রহমানের কু-কৃতির কারনে আমাদের মাদ্রাসায় এখন কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় না। আমরা তার বিচার চাই।
অভিযুক্ত শিক্ষক বজলুর রহমান বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আমার স্বাক্ষর জাল করেছে সুপার বজলুর রহমান। তাই আমাকে তার বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। এবং শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
আগামী নিউজ/জেএইচ/এসএম