Dr. Neem on Daraz
Victory Day

বাদামক্ষেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষ, নারী নিহত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ১০:২৯ এএম
বাদামক্ষেতে ছাগল যাওয়া নিয়ে সংঘর্ষ, নারী নিহত

ফাইল ছবি

কক্সবাজারঃ চকরিয়ায় বাদামক্ষেতে ছাগল ঢুকে লতা-পাতা খাওয়া নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত এবং আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কুলছুমা বেগম (৪০)। তিনি চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।

বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় উভয়পক্ষের অনন্ত ৮ জন আহত হওয়ার তথ্য দিলেও তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ ও মো. জাকারিয়া পরস্পর প্রতিবেশী। শুক্রবার বিকেলে জাকারিয়ার এক ছাগল নুর মোহাম্মদ মালিকাধীন ক্ষেতের বেশকিছু বাদাম গাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত এবং অনন্ত ৮ জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। নিহতের মরদেহ চকরিয়া পৌঁছার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে