Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতিনিধির শ্রদ্ধা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৪:০৩ পিএম
বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতিনিধির শ্রদ্ধা

গোপালগঞ্জঃ টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমা‌ধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধি শ্রদ্ধা জানিয়েছেন। পরে দোয়া ও মোজানাত করে সমাধি স্থল ঘুরে দেখেন তারা।

রোববার দুপুরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছান ৭ দেশের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধি। পরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ‌দোয়া ও প্রার্থনা করেন। এ সাম‌রিক প্রতি‌নি‌ধি দলে অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্ণেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপ‌স্থিত ছিলেন। পরে তাদের পরিবারের সদস্যরা আলাদাভাবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

এসময় ডি‌জিএফআই-এর মহাপ‌রিচালক মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিদের নিয়ে বার্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। 

সৈয়দ আকবর হোসেন/বুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে