ঝিনাইদহঃ চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরী করে সুন্দরবনের মধু বলে বিক্রির অপরাধে ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ২ মণ ভেজাল মধু। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরী করা হচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা। সেসময় বান্দরবানের ন্যাইক্ষ্যাংছড়ি উপজেলার জামিতলিপাড়া এলাকার প্রদীপ তংচংগ্যা, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আমলতি গ্রামের আংলাচিং চাকমা (৪২) ও একই জেলার হরিখোলা গ্রামের মংল্যাইগ্য চাকমাকে আটক করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২ মণ ভেজাল মধু।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ডিবি পুলিশে পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বুইউ