Dr. Neem on Daraz
Victory Day

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, পঞ্চগড় প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১১:২৭ এএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ফাইল ছবি

পঞ্চগড়ঃ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে। যা গতকাল ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বিগত কয়েকদিন তাপমাত্রা কমে ১২-১৩ ঘরে ওঠানামা করছে। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সকালে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে তাপমাত্রা।

এ জেলায় দিনে-রাতে তাপমাত্রা দুই রকম থাকায় পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। জেলা-উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন রোগী চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে বেশির ভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি, কাঁশি, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে