Dr. Neem on Daraz
Victory Day

৮৬ বছর বয়সী হাতি রঙমালা আর নেই


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কক্সবাজার প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১০:২৪ এএম
৮৬ বছর বয়সী হাতি রঙমালা আর নেই

রঙমালা

কক্সবাজারঃ জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৮৬ বছর বয়সী হাতি রঙমালা মারা গেছে। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাতিটির মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে সৈকত বাহাদুর নামে একটি হাতি মারা যায়। রঙমালা অসুস্থ হয়ে মারা গেলেও সৈকত বাহাদুরের মৃত্যু হয় স্ট্রোকে।

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইন জানান, রঙমালা দীর্ঘ দুই বছর ধরে অসুস্থ ছিলেন। এই হাতিটিকে সার্জারি করা হয়। এরপর থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিল রঙমালা।

চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, বার্ধক্যের কারণে হাতি রঙমালা দুই বছর ধরে অসুস্থ ছিল। বুধবার বিকেলে হাতিটি মারা যায়। পার্কে সর্বমোট ৬টি হাতি ছিল। গত দুইদিনে ২টি হাতির মৃত্যু হয়েছে। বর্তমানে সাফারি পার্কে টেকনাফ থেকে উদ্ধার হওয়া হাতি শাবক যমুনাসহ ছোট-বড় ৪টি হাতি রয়েছে। হাতি মৃত্যুর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। পরে হাতিটি মাঠিতে পুঁতে ফেলা হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে