Dr. Neem on Daraz
Victory Day

অবৈধভাবে মাছ ধরার সময় ২৬ ভারতীয় আটক


আগামী নিউজ | বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ১১:১০ এএম
অবৈধভাবে মাছ ধরার সময় ২৬ ভারতীয় আটক

বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় জেলেদের কাছ থেকে ‘এফবি শঙ্ক প্রদীপ’ এবং ‘এফবি মা মঙ্গল’ নামে দুটি অত্যাধুনিক মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটক জেলেদের শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশের পানিসীমায় নিয়মিত টহল দেয়ার সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে মোংলাবন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় নাগরিককে আটক করেন। তারা বাংলাদেশের পানিসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন।’

এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে থানায় দুটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি।

আগামী নিউজ/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে