Dr. Neem on Daraz
Victory Day

২২ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০, ০৯:৩৩ এএম
২২ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভোলা চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে চরফ্যাশন পৌর বাজারের শরিফপাড়া সেতু সংলগ্ন থানা রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, রাতে একটি কাপড়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত। পরে আগুনের লেলিহান দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ২২ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানও ছিল।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগামী নিউজ/এমআর/এসএম/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে