Dr. Neem on Daraz
Victory Day

সেনবাগে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০১:০০ পিএম
সেনবাগে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালীর সেনবাগ উপজেলায় তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দোকানের শাটার ভেঙে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী করেন  ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর শরীয়ত উল্লাহর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। শনিবার (১৮ জানুয়ারি) সকালে দোকান খুলতে এসে আয়ান ট্রেডার্স, নূর নবী স্টোর ও আজাদ ফার্মেসীর শার্টার ভাঙা দেখতে পান তারা। পরে তারা দোকানে ডুকে দেখেন ভিতরে কোনো মালামাল নেই।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ/এমআরআর/এসএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে