Dr. Neem on Daraz
Victory Day

রাস্তায় ফেলে শাশুড়িকে নির্যাতনের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক, রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৮:৪৭ এএম
রাস্তায় ফেলে শাশুড়িকে নির্যাতনের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

রংপুরঃ কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধা শাশুড়িকে অমানবিক নির্যাতন করেছেন পুত্রবধূ। নির্যাতনের এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ রত্না বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রামে নির্যাতনের এ ঘটনা ঘটে।

আয়েশা বেগম ওই এলাকার মৃত আব্দুল সিদ্দিকের স্ত্রী। শুক্রবার সকালে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাইরাল হওয়া এক মিনিট ছয় সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, গ্রামের কোনো একটি রাস্তায় মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন আরেক নারী। বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও বেশির মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন। কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে মুখে মাথায় মারতে থাকেন। এক পর্যায়ে একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। কিন্তু ওই নারী ক্ষিপ্ত হয়ে আবারো বৃদ্ধার ওপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন। বৃদ্ধা নিজেকে বাঁচাতে নির্যাতনকারীর চুল টেনে ধরে। ভিডিওতে দুজনকেই এক পর্যায়ে পাল্টাপাল্টি চুল নিয়ে টানাটানি করতে দেখা গেছে।

এ ব্যাপারে বালাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য হায়দার আলী জানান, আয়েশা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর থেকে তিনি স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। ছেলে আশরাফুল ইসলাম (৩০) তার স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকতেন। আশরাফুল কাজকর্ম করতেন না। দুই-তিন দিন আগে কাউকে কিছু না বলে তিনি ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজ চান রত্না। একপর্যায়ে শাশুড়িকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এতে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন রত্না।

পরে শুক্রবার বিকেলে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

হায়দার আলী আরও জানান, বিষয়টি জানার পর রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর রত্না বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে