শেরপুরঃ নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) রাত ১০টার দিকে মায়াঘাসির পাথরছিলা পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।
কৃষক ছমেদ আলী (৬৫) ভারত সীমান্তবর্তী পাহাড়ি পল্লী মায়াঘাসি গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, ছমেদ আলী বেলা ১১টার দিকে সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যায় বাড়ি না ফিরলে তাকে খুঁজতে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের পাহাড়ের চূড়া থেকে পিষ্ট অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, ওই পাহাড়ে ঘাস কাটার সময় খাদ্যের সন্ধানে আসা হাতির দল তার ওপর আক্রমণ করে তাকে পিষ্ট করে, এতে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ সদর রেঞ্জ বন বিভাগের গোপালপুর বিটের বিট কর্মকর্তা মো. মাজহারুল হক জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য আবেদন করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমবুইউ