Dr. Neem on Daraz
Victory Day

একসঙ্গে মৃত্যু একসঙ্গে জানাজা, মানুষের ঢল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ১২:০৩ পিএম
একসঙ্গে মৃত্যু একসঙ্গে জানাজা, মানুষের ঢল

চট্টগ্রামঃ জেলার মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় নিহত মাইক্রোবাসের ১১ যাত্রীর মধ্যে পাঁচ জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে আজ সকালে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে আসা সবাই ছিল শোকে বিহ্বল। আত্মীয়স্বজন-প্রতিবেশীদের চোখে নেমে এসেছে শোকের কালো ছায়া।

জানাজার খবরটি জানতে পেরে সকাল থেকেই খন্দকিয়া গ্রামে ঢল নামে মানুষের। শেষবারের জন্য চিরচেনা মুখগুলোকে দেখতে আবালবৃদ্ধবনিতার স্রোত নামে হাটহাজারির গ্রামটিতে।

মরদেহগুলো এক এক করে জানাজার জন্য আনা হলে কফিনগুলো ঘিরে কান্নার রোল পড়ে। স্বজনদের গণবিদায়ী চিৎকারে জানাজায় অংশ নিতে আসা কেউ কান্না চেপে রাখতে পারেননি। সবার চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা।

এরপর সকাল ১০টা ২০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সব শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানাজায় ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী। এতে চট্টগ্রামের হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার রাতের বিভিন্ন সময়ে অন্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীর আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকালে মাইক্রোবাসে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ফেরার পথে দুপুরে মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের ঝরনা এলাকার রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ১১ জন মারা যান। আহত পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের বাসিন্দা। 

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে