বাগেরহাটঃ সুন্দরবন থেকে লোকালয়ে আসা চিত্রল হরিণ উদ্ধারের ২০ ঘণ্টা পর বাগেরহাটের শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ জুলাই) সকালে মারা গেছে।
বনসুরক্ষা বিষয়ক কমিটি সিপিজির টিম লিডার মো. শহিদুল ইসলাম সাচ্চু জানান, পথ ভুলে লোকালয়ে আসা হরিণটি রবিবার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় ধস্তাধস্তিতে এটি কিছুটা আহত হয়। উদ্ধারের পরেও চিকিৎসা দিয়ে হরিণটিকে বাঁচানো যায়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সিপিজি, ভিটিআরটি ও বনবিভাগের সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া হরিণটিকে রেঞ্জ অফিসে এনে অবমুক্ত করার সময় অসুস্থ দেখা যায়। পরে উপজেলা ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে রাতভর চিকিৎসা দেয়া হলেও হরিণটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করার সময় আতংকিত হয়ে হরিণটি দীর্ঘ সময় ছুটাছুটি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। হরিণটির শরীরে অনেক জ্বর ছিল এবং বাম চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
মোঃ নাজমুল ইসলাম সবুজ/এমবুইউ