Dr. Neem on Daraz
Victory Day

শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট) প্রকাশিত: জুন ২৮, ২০২২, ১২:৫৪ পিএম
শরণখোলায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটঃ জেলার শরণখোলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রাম থেকে সোমবার রাত ১১টার দিকে ১২ ফুট এক অজগর উদ্ধার করা হয়েছে। আউয়াল হাওলাদারের বাড়ির পাশের একটি মাঠ থেকে অজগরটি উদ্ধার করেন বনরক্ষীরা। পরে পূর্ব সুন্দরবনে ধানসাগর স্টেশন এলাকার মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯ ঘটিকায় বনে অবমুক্ত করা হয় অজগরটি।
রবিবার হোগলপাতি নামক এলাকা থেকে বানর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

এর আগেও গত (১৭ মে) আউয়াল হাওলাদার মাস্টারের বাড়ির ডোবা  থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার হয়।

ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস সবুর জানান, সোমবার রাত ১০টার দিকে আব্দুল্লাহ নামে এক কিশোর অজগরটি দেখে বিডিটেলিগ্রাফের জেলা প্রতিনিধিকে জানালে তিনি দ্রুত বন বিভাগকে জানায়। পরে রাত ১১টার দিকে কয়েকজন বনরক্ষী পাঠিয়ে আউয়াল হাওলাদারের বাড়ির পাশের একটি মাঠ থেকে সাপটি উদ্ধার করা হয়। ‘অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ২০ কেজি। ‘

এসও আব্দুস সবুর আরো জানান, ধারণা করা হচ্ছে খাবার খোঁজে সুন্দরবন থেকে সাপটি লোকালয়ে চলে গেছে। এটিকে না মেরে গ্রামবাসীরা সচেতনতার পরিচয় দিয়েছে। এভাবে সাপ বা অন্য কোনো বন্য প্রাণী গ্রামে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।

মোঃ নাজমুল ইসলাম সবুজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে