Dr. Neem on Daraz
Victory Day

৬ দিন পর সিলেট থেকে উড়লো বিমান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০১:২৭ পিএম
৬ দিন পর সিলেট থেকে উড়লো বিমান

সিলেটঃ টানা ছয় দিন বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও  বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ওই বিমানবন্দরের পরিচালক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ায় ছয় দিন পর ছয় দিন পর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিমান চলাচল করছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট যাওয়া-আসা করেছে। এ ছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সিলেট-ঢাকা রুটেও একাধিক ফ্লাইট যাওয়া-আসা  করেছে।’

এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে।

তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে