Dr. Neem on Daraz
Victory Day

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ৭.৫ ডিগ্রি সেলসিয়াস


আগামী নিউজ | পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ১০:৪১ এএম
সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড় : পঞ্চগড়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরোদমে শীত। তাপমাত্রা ওঠা-নামার খেলায় গত তিন দিন ধরে এ জেলায় বিরাজ করছে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার (১৫ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া উপজেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

তীব্র শীতে বিপাকে পড়েছে জেলার সর্বস্তরের মানুষ। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার (১৩ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি। এরপর মঙ্গলবার (১৪ জানুয়ারি) একই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে বুধবার (১৫ জানুয়ারি) দশমিক ৩ ডিগ্রি বেড়ে ৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগামী নিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে