Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে নৌকাকে হারিয়ে জিতলো ঘোড়া-অটোরিক্সা


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর) প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০১:৫৬ পিএম
মধুখালীতে নৌকাকে হারিয়ে জিতলো ঘোড়া-অটোরিক্সা

ফরিদপুরঃ মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে  উৎসব মুখর পরিবেশে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথমবার ইভিএম এ ভোট হওয়ায় ভোট দিতে দেরি হয়েছে। অনেকের হাতের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেনি। তবে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্পন্ন না হওয়ায় উপস্থিত ইনক্লোজারের মধ্যে ভোটারদের ভোট বিকাল ৪ টার পরও গ্রহণ করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী পরাজয় করে এবং স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ কেরেছে। প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন অটোরিক্সা প্রতীকে ৩ হাজার ৭‘শ ৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান হাবিবুল বাসার ২হাজার ৭‘শ ৯৬ভোট প্রাপ্ত হয়।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এবিএম আজমল হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে কাজ করেন। নির্বাচনে ৬৬.৭১% শতাংশ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এতে মো: কামাল মাস্টার ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের হাবিবুল বাসার ২ হাজার ৭৯৬ ভোট পয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৮টায় নির্বাচনী এ ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার এবিএম আজমল হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী  উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৮‘শ ৫৯জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৫‘শ ৭৯ এবং মহিলা ভোটার ৬ হাজার ২‘শ ৮০ জন।

সালেহীন সোয়াদ সাম্মী/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে