Dr. Neem on Daraz
Victory Day

চুরি করা গরুর মাংস বিক্রি করতে গিয়ে চেয়ারম্যানের ভাতিজা আটক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৩, ২০২২, ১১:৩৮ এএম
চুরি করা গরুর মাংস বিক্রি করতে গিয়ে চেয়ারম্যানের ভাতিজা আটক

ব্রাহ্মণবাড়িয়াঃ আখাউড়ায় চুরি করা গরুর মাংস বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় কায়কোবাদ ভূঁইয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) ভোরে উপজেলা সদরের বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে তার কাছ থেকে কী পরিমাণ মাংস জব্দ করা হয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

কায়কোবাদ আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে। তার চাচা আবুল কাশেম ভূইয়া আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোররাতে ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার গোয়াল থেকে এক গরু চুরি করে কায়কোবাদ ও তার সহযোগীরা। পরে ওই গরু জবাইয়ের পর মাংস বিক্রির জন্য বস্তায় ভরে স্থানীয় বড়বাজারের মাংসের আড়তে নিয়ে যাচ্ছিলেন কায়কোবাদ। এ সময় সড়কে টহলরত পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে- গরুটি চুরি করে আনার কথা স্বীকার করেন কায়কোবাদ। পরে তাকে আটক করা হয়। 

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে