Dr. Neem on Daraz
Victory Day

২১তম স্প্যান বসছে পদ্মাসেতুতে


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০২:৪৬ পিএম
২১তম স্প্যান বসছে পদ্মাসেতুতে

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১তম স্প্যান ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানোর কাজ চলছে। স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ১৫০ মিটার। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়াজনিত কারণে কিছুটা দেরিতে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। 

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় 'তিয়ান ই' ভাসমান ক্রেন। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২১তম স্প্যানটি।

পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৬টি পিলারের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

আগামী নিউজ/ হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে