Dr. Neem on Daraz
Victory Day

শরণখোলায় পাঁচদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট) প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৪:১৬ পিএম
শরণখোলায় পাঁচদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি

বাগেরহাটঃ শরণখোলায় পাঁচদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। শরণখোলার বহু গ্রামের হাজারো মানুষ এখনো অন্ধকারে রাত কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। গত শুক্র ও শনিবার শরণখোলা উপজেলায় ব্যাপক কালবৈশাখী ঝড়ের তান্ডব বয়ে যায়। ঝড়ে গ্রামাঞ্চলের গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ লাইনের উপরে পড়ায় তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত চারদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

উপজেলার শরণখোলা, খুড়িয়াখালী, সোনাতলা, বগী, তাফালবাড়ী, কদমতলা, খাদা, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, নলবুনিয়া, গোলবুনিয়া খোন্তাকাটা, জানেরপাড়, ধানসাগর, মধ্যেবাধালসহ অনেক জায়গায় এখনো বিদ্যুৎ লাইনে কাজ না করায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি।

বিদ্যুৎ লাইন চালু না হওয়ায় ঐ সব এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বিদ্যুতের অভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।
এদিকে উপজেলার গোলবুনিয়া এলাকায় বিদ্যুত লাইন দ্রুত চালু করার কথা বলে চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে।

শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন বলেন, বিদ্যুত সরাবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুই/একদিন সময় লাগবে। দ্রুত লাইন চালুর লক্ষ্যে তাদের কর্মীরা নিরলস কাজ করছেন বলে তিনি জানান।

মোঃ নাজমুল ইসলাম সবুজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে