Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশীর লাশ ফেরত দিলো বিএসএফ


আগামী নিউজ | লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০১:৪৬ পিএম
বাংলাদেশীর লাশ ফেরত দিলো বিএসএফ

সীমান্তে নিহত বাংলাদেশী যুবক আবু সাঈদের (২২) লাশ ৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহতের বাড়ি উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে। পিতার নাম বেনজির আলী।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে ভারতীয় চ্যাংরাবান্দা ও বাংলাদেশী বুড়িমারী ইমিগ্রেশন গেট দিয়ে তার লাশ ফেরত দেয়া হয়। ভারতীয় মেকলিগঞ্জ থানার ওসি রাজেশ কুমার বাংলাদেশী পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নিকট লাশ হস্তান্তর করেন।

এসময় ভারতীয় বিএস বাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ সি রাজ কুমার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাদ উপস্থিত ছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত ১টার দিকে সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আবু সাঈদ।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ গ্রহণের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আগামী নিউজ/ হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে