Dr. Neem on Daraz
Victory Day

লোকালয় থেকে হরিণ-অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট) প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৩:২৯ পিএম
লোকালয় থেকে হরিণ-অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটঃ শরণখোলায় লোকালয়ের পৃথক স্থান থেকে একটি চিত্রল হরিণ ও একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উদ্ধারকৃত হরিণ ও অজগরটিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি চিত্রল হরিণ পথ হারিয়ে বন সংলগ্ন ধানসাগর গ্রামে চলে আসলে গ্রামবাসী ধাওয়া করে হরিণটিকে আটক করে। 

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি অজগর সাপ পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসলে গ্রামবাসী জাল নিক্ষেপ করে আটক করে বনবিভাগকে খবর দেয়। পরে বনরক্ষীরা হরিণ ও অজগরটি উদ্ধার করে ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন সংলগ্ন লোকালয়ে হরিণ ও অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। 

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে