Dr. Neem on Daraz
Victory Day

বোয়ালমারীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত


আগামী নিউজ | উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৪:০৩ পিএম
বোয়ালমারীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

ফরিদপুরঃ বোয়ালমারীতে বাসের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তামান্না আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দিনগত রাত আড়াইটার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। তামান্না সোতাশী গ্রামের দলিল লেখক মো. ছরোয়ার মিয়ার সন্তান।

বোয়ালমারী আইডিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. কবীর হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তামান্নাসহ ৪ ভাই বোন মাদ্রাসা থেকে মায়ের সাথে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী ভ্যানটি পৌরসভার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাঞ্জেরী একাডেমির সামনে পৌছালে ফরিদপুরগামী একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা তারা সবাই রাস্তার উপর ছিটকে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তামান্নাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত আড়াইটার সময় সে মারা যায়। তামান্নারা ৩ বোন এক ভাইয়ের মধ্যে সে সবার  বড়।

বোয়ালমারী থানা ডিউটি অফিসার এ এস আই মনির হুসাইন বলেন, সকালে নিহত শিক্ষার্থীর এক আত্মীয় এসে ঘটনাটি জানালে ওসি তদন্ত স্যারকে অবহিত করি। স্যারের নির্দেশে তাদের কাছ থেকে একটি অনাপত্তি দরখস্ত রাখা হয়েছে।

দিবাকর বসু টুটুল/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে