নওগাঁঃ জেলার ধামইরহাটে দ্বিতীয় বার কাল বৈশাখী ঝড় তান্ডব চালিয়েছে কৃষকের ইরি-বোরো আধা পাকা ধানের উপর। কাল বৈশাখীর নিষ্ঠুর কষাঘাতে ধানের গাছ মাটির সাথে লুটিশে পড়েছে। ফলে কৃষকদের লোকশাননের পাল্লা ভারী হয়েছে। তারা ফসল দেখে কপালে হাত দিয়ে মাঠে বসে আছে।
দৃর্গাপুর গ্রামের মামুনুর আকুতি করে জানান, আমাদের কি হবে এখন যে পরিমান ক্ষতির সম্মুখীন হয়েছি পুশিয়ে নেওয়ার কোন ভাবেই সম্ভব নয় । ক্ষতি গ্রস্থ ধান চাষীরা জানান, প্রথম কাল বৈশাখী ঝড়ে তেমন একটা ফসলের ক্ষতি না হলেও ২৯ এপ্রিল রাত ৯টার পর দ্বিতীয় বারারের মত কাল বৈশাখীর ছোবলে ধানের যে ক্ষতি হয়েছে মুল ধন ঘরে আনা কঠিন হয়ে দাঁড়াবে। আপরদিকে আম, জাম, লিচু ঝরে যাওয়াসহ বাড়ির চালা উড়ে গিয়ে তচনচ করে দিয়েছে বাড়ি ঘরের অবস্থা। উপজেলার উমার ইউনিয়ন চকিলাম, দৃর্গাপুর, চন্ডিপুর, বাসুদেব পুর, বেলঘরিয়া, অমরপুর, খড়মপুরসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, শতকরা ৯০% ধান ঝড়ে মাটিতে শুয়ে পড়েছে।
উপজেলার ৮টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভার বোরো উৎপাদনকারী বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে, এ মৌসুমে কাল বৈশাখী ঝড়ের কারণে লাক লাক টাকা ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। শুক্রবার দিবাগত রাতে কাল বৈশাখী তান্ডবে বোরো ধানের এমন অবস্থা। সবুজ দিগন্ত জুড়ে সোনালী আশায় বাদ সেজেছে প্রকৃতির নির্মমতা। ১ ঘন্টার খেলায় ৩ মাসের স্বপ্নকে ধুলিষাৎ করেছে কাল বৈশাখীর ঝড়ে। বিশেষ করে জিরা জাতীয় ধানের বেশী ক্ষতি সাধন হয়েছে।
মাসুদ সরকার/এমএম