পটুয়াখালীঃ কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারো ভেসে এসেছে জলপাই রাঙ্গা সাগর প্রজাতির মৃত মা কচ্ছপ। শুক্রবার মধ্য রাতে জোয়ারের তোরে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় এটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লিপিডোসিলাস ওলিভেসা। এটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। জেলেদের জালের আঘাতে আরও দুই/তিন দিন আগে কচ্ছপটি মারা যেতে পারে বলে তাদের ধারনা। এটির মুখ এবং পা অর্ধগলিত রয়েছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষন (এসিএফ) তারিকুল ইসলাম জানান, কচ্ছপের মৃত্যু রহস্য উন্মোচনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এবছর কুয়াকাটা সৈকতে এটি নিয়ে মোট ৭ টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।
রাসেল কবির মুরাদ/এমএম