Dr. Neem on Daraz
Victory Day

মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিতের গুজবে আ.লীগের সংবাদ সম্মেলন


আগামী নিউজ | মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৩:৪১ পিএম
মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিতের গুজবে আ.লীগের সংবাদ সম্মেলন

পিরোজপুরঃ জেলার মঠবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগ অফিসে মঠবাড়িয়াবাসীকে বিভ্রান্ত করতে কতিপয় রাজনৈতিক ব্যক্তি কর্তৃক মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখন্ডিত করার গুজব ছড়িয়ে রাজনৈতক স্বার্থ হাসিলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেল করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা আওয়মী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলেন আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ৩১ মার্চ ২২ উপজেলাকে দ্বিখন্ডিত করার গুজব ছড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে সাধারণ মানুষের মাঝে একটি গুজব ছড়িয়েছেন। মঠবাড়িয়া উপজেলার ৪টি ইউনিয়ন তেলিখালীর সাথে সম্পৃক্ত হওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে জনগনের মাঝে সস্তা জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত হয়ে পড়েছেন একটি বিশেষ মহল। অথচ জনগন তাদের মিথ্যা প্রপাগান্ডা বুঝতে পেরে তাদের ওই দিনের মিছিল মিটিং ও স্মারক লিপি প্রত্যাক্ষাণ করেছেন। এসব ষড়যন্ত্রের পিছনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সফল চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ তিনি পিরোজপুর ৩ আসনের মনোনয় প্রত্যাশী এবং তিনি জনগনের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আস্থা অর্জন করে ফেলেছেন। যে কারণে তার বিজয় সুনিশ্চিত ভেবে তার বিরুদ্ধে এহেন মিথ্যা ষড়যন্ত্রে মেতে উঠেছে। নতুন উপজেলা হতে হলে আড়াই লাখ জন সংখ্যার প্রয়োজন। তাছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অপরিহার্য ও স্থানীয় এমপি ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতামত প্রয়োজন। যারা মিছিল মিটিং ও স্মারক লিপি দিয়েছেন তাদের কাছে এধরনের কোন যুক্তিযুক্ত নথি নেই ও কাউকে দেখাতে পারননি। শুধু মাত্র হাওয়ায় গুজব ছড়িয়ে জনগন থেকে মহিউদ্দিন মহারাজকে জন বিচ্ছিন্ন করার পাঁয়তারা মাত্র। যে সম্স্ত নেতাদের ছত্র ছায়ায় জামাত বি এন পি মিছিল দিয়ে বরং খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজপথ প্রকম্পিত করেছিল তাদের সে সিদ্ধান্তকে চরম ভাবে ধিক্কার জানাই।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব এ কে এম সেলিম মিঞা, পৌর আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফ উল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক লোকমান হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, সাবেক যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাকিল আহম্মেদ নওরোজ, ইউপি চেয়াম্যান শাহজান হাওলাদার, হারুন অর রশিদ তালুকদার, ফজলুল হক খান রাহাত, নাসির হোসেন হাওলাদার, আবু হানিফ খান প্রমূখ।

মনিরুল ইসলাম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে