Dr. Neem on Daraz
Victory Day

মধুখালীতে ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন


আগামী নিউজ | মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৩:৫৭ পিএম
মধুখালীতে ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন

ফরিদপুরঃ জেলার মধুখালীতে মৌসুমি রোগ ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন করেছে। সারাদেশের ন্যায় মধুখালী উপজেলাসহ আশপাশের ইউনিয়নগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তার বেশীর ভাগ চাপ পড়ছে মধুখালী হাসপাতালে।

মধুখালী সদর হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী, মার্চ মাসে ১৬২জন এবং ৬ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত ৩৪ জন ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৬ জন ডায়রিয়ার রোগি ভর্তি হচ্ছেন। দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে। কোন ভাবেই থামছে না । সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

এ ব্যপারে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কবির সরদার জানান, ডায়রিয়ার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। তবে হাসপাতালে পানির সমস্যা থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে। এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে আমরা সতর্ক আছি। জনসাধারণকে বলি খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহনে সতর্কতা গ্রহন করা। এ পর্যন্ত ডায়রিয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটে নাই। সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে গেছেন।

সালেহীন সোয়াদ সাম্মী/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে