Dr. Neem on Daraz
Victory Day

সাঁতাল কৃষক আত্নহত্যায় বাধ্যকারীদের বিচারের দাবিতে মানববন্ধন


আগামী নিউজ | নাটোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:০৮ পিএম
সাঁতাল কৃষক আত্নহত্যায় বাধ্যকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরঃ রাজশাহীর গোদাগাড়িতে সেচের পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষক রবি মার্ডি ও অভিনাথ মার্ডি আত্নহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে আদিবাসীরা। আজ (২ এপ্রিল) শনিবার সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষ সহ নানা বয়সের আদিবাসীরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক মুন্ডা কালীদাস, যুব পরিষদ নেতা পরিতোষ পাহান, ছাত্র পরিষদ নেতা সুজন পাহান সহ অন্যান্যরা।

বক্তারা কৃষক আত্নহত্যায় বাধ্যকারি পানি অপারেটর সাখাওয়াতের বিচার দাবি করেন। উল্লেখ্য গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়িতে সাঁওতাল কৃষক রবি মার্ডি ও অভিনাথ মার্ডি ধানের জমিতে সেচের পানি না পেয়ে আত্নহত্যা করে।

আব্দুল মজিদ/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে