Dr. Neem on Daraz
Victory Day

নেত্রকোণায় যুবলীগের হামলায় বিএনপির ২৭ নেতাকর্মী আহত


আগামী নিউজ | নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০১:৫৯ পিএম
নেত্রকোণায় যুবলীগের হামলায় বিএনপির ২৭ নেতাকর্মী আহত

প্রতীকী ছবি

নেত্রকোণাঃ মহান স্বাধীনতা দিবসে শহীদ সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী যুবলীগের হামলায়  বিএনপির ২৭জন নেতাকর্মী আহত হয়েছে।

বিএনপি নেতা লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার পথে ধান মহালে পৌঁছলে কলমাকান্দা যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহ্বায়ক নাজিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ চন্দন মিয়া, কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আরাফাত রহমান, লালন মিয়া, সুজন মিয়া, মোসতাকিম, মোঃ আজিজুল, মোঃ কাইয়ুম, আরাফাত হাসান মৌলা, জান্নাতুল ইসলাম নাঈম, যুবদল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রবিন, খারনৈ ইউনিয়ন ছাত্রদল সভাপতি তমাল হাসান, জিয়াদুল, সেচ্ছাসেবক দলের নেতা মামুন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান বাবু, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান বাবু, সেচ্ছাসেবক দলের নেতা মাছুম বিল্লাহ, ছাত্রদল নেতা রুপক হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক সারুয়ার জাহান ও ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়। আহতদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খান বলেন, ধান মহালে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ছিলাম।বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাহ উদ্দিন খান/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে