Dr. Neem on Daraz
Victory Day

দৌলতখানে তুচ্ছ ঘটনায় কৃষক পরিবারের ওপর হামলা


আগামী নিউজ | দৌলতখান (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৩:০৭ পিএম
দৌলতখানে তুচ্ছ ঘটনায় কৃষক পরিবারের ওপর হামলা

ভোলাঃ জেলার দৌলতখানে তুচ্ছ বিষয় নিয়ে গত বুধবার রাতে কৃষক আবু কালাম, তার স্ত্রী মমতাজ ও ছেলে মিরাজকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্যজয়নগর গ্রামের ফরিদ, তার ভাই কাশেম, পিতা সিরাজ ও চাচাতো ভাই আল আমিন। আহতরা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সম্পর্কে আহত আবু কালাম শুক্রবার জানান, প্রতিদিনের মত এজমালি পুকুরে পালিত গরু গোসল করান তিনি। পুকুরে গরু গোসল করানো নিয়ে একই এলাকার ফরিদ তাকে গালমন্দ করে। গালমন্দর প্রতিবাদ করলে ফরিদ তার ভাই কাশেম, পিতা সিরাজ ও চাচাতো ভাই আল আমিন এসে তাকে মারধর করে। খবর পেয়ে ছেলে মিরাজ ও স্ত্রী মমতাজ এগিয়ে আসলে তাদেরও বেধড়ক মারধর করে। স্বজনরা জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান।

এদিকে এসব বিষয় অস্বীকার করেন অভিযুক্ত ফরিদের বাবা সিরাজ। তিনি বলেন, উল্টো আবু কালামরা তাদের মারধর করে।

দৌলতখান থানার উপপরিদর্শক বায়জীদ জানান, এঘটনায় আবু কালাম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর বিষয়টি তদন্ত চলছে।

মো.মামুন/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে