Dr. Neem on Daraz
Victory Day

নাটোরে পুকুর খনন বন্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ


আগামী নিউজ | নাটোর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৩:৩৯ পিএম
নাটোরে পুকুর খনন বন্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

নাটোরঃ অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় কিছু মানুষ লাভবান হলেও এলাকার হাজার হাজার মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্থ। কমে যাচ্ছে ফসলী জমি, অনাবাদী হচ্ছে অনেক এলাকা। জেলার বিভিন্ন উপজেলায় এমন ঘটনা ঘটলেও অজানা কারণে প্রশাসন রয়েছেন নিশ্চুপ।

আজ সকালে নাটোরের লালপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার নবিনগর, শিবনগর এলাকার কৃষক শ্রমিকসহ কয়েকশ সাধারণ মানুষ। 

লালপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আজাবুল হোসেন ডিলু, নবীনগর গ্রামের আশরাফ হোসেন টুনা, গোলাম মোস্তফা বকুল ও আব্দুস শুকুর সহ অন্যরা।

তারা অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধের দাবি করে বলেন, এতে কিছু মানুষ লাভবান হলেও এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ। অনাবাদী হচ্ছে অনেক এলাকা, কমে যাচ্ছে ফসলী জমি।

পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার তার কার্যালয় থেকে বের হয়ে এসে পুকুর খনন বন্ধের আশ্বাস দিলে এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ বিক্ষোভ বন্ধ করে বাড়ি ফিরে যান।

আব্দুল মজিদ/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে