Dr. Neem on Daraz
Victory Day

চিরকুট লিখে পল্লী বিদ্যুতের লাইনম্যানের আত্মহত্যা


আগামী নিউজ | মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০১:৪১ পিএম
চিরকুট লিখে পল্লী বিদ্যুতের লাইনম্যানের আত্মহত্যা

পিরোজপুরঃ জেলার মঠবাড়িয়া উপজেলায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুতের লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকেল ৫টার দিকে পৌর শহরের আরামবাগ মহল্লার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আশিকুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রুগুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।

সে মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। উদ্ধারকৃত মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, আশিকুর রহমান মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে গত ফেব্রুয়ারি মাসে যোগদান করেন। তিনি শহরের আরামবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসার মেসে থাকতেন। বুধবার বিকালে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আশিকুরের মরদেহ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) আবদুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে আশিকুর একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে তিনি আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন। ধারনা করা হচ্ছে প্রেম ব্যর্থ হয়ে হতাশায় তিনি আত্মহত্য করেছেন।

মনিরুল ইসলাম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে