Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে বিরোধের জেরে শ্যালো মেশিন নিয়ে যাওয়ার অভিযোগ, বোরো ক্ষেতে সেচ বন্ধ


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১১:০৯ এএম
সুন্দরগঞ্জে বিরোধের জেরে শ্যালো মেশিন নিয়ে যাওয়ার অভিযোগ, বোরো ক্ষেতে সেচ বন্ধ

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন জোরপুর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আব্দুস সামাদ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কঞ্চিবাড়ী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

শ্যালো মেশিন জোরপূর্বক নিয়ে যাওয়ায় প্রায় একমাস ধরে বোরো ধান ক্ষেতে সেচ দিতে না পারায় চরম বিপাকে পড়েছে ওই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে আবুল হোসেন। এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, আবুল হোসেন জমিতে সেচ দেওয়ার জন্য কয়েক বছর পূর্বে বোড়িং স্থাপন করেন। তার সাথে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুস সামাদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২০ ফেব্রুয়ারী সামাদগং বিরোধপূর্ণ জমিতে থাকা সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন জোরপূর্বক নিয়ে যায়। এরপর থেকে আবুল হোসেন তার জমিতে সেচ দিতে পারছেনা। ফলে আবুল হোসেনের ৩৩ শতক জমির বোরো ধান ক্ষেত নষ্ট হতে চলেছে। পরে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সুদীপ শামীম/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে