Dr. Neem on Daraz
Victory Day

ডামুড্যায় আগুনে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


আগামী নিউজ | শরিয়তপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৩:৩০ পিএম
ডামুড্যায় আগুনে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শরীয়তপুরঃ জেলার ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রীজ নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (১৪ মার্চ) ভোর রাত ৪ টায় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিসের ডামুড্যা স্টেশনের টিম লিডার মোঃ বাবুল মিয়া।

আগুনে পুড়ে যায় কালাচান মৃধার মুদি দোকান, আলমগীর হোসেনের মটর গ্যারেজ,রাকিবের খাবার হোটেল, ফারুক হোসেনের ডেকোরেটর দোকান সহ ৭ টি দোকান পুড়ে যায়। আহতরা হলেন ব্যাবসায়ী কালাচান মৃধা (৬৫) আমিনুল (১৪) তামিম (১৬)রাকিব(২৫) আহতরা ডামুড্যা ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এতে করে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান ব্যবসায়ী এবং আহতরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ব্যাবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাসায় যায়। ভোরে হঠাৎ আগুনের ফুলকা দেখে হোটেলের ভিতরে থাকা রাকিব হোসেন বের হয়ে লোকজন কে ডাকাডাকি করেন। এসময় তারা দ্রুত স্থানীয় ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। স্থানীয়রা বালতি নিয়ে আগুন নিভাতে কাজে নামে। তার পর ডামুড্যা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসে। পরে তাদের সাথে স্থানীয়রা একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭ টি দোকান পুড়ে অঙ্গার হয়ে যায় এবং দোকানের ভিতরে থাকা ৪ জন আহত হয়।

আগুনে পুড়ে যাওয়া গ্যারেজ ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি আমি এখনো ৩ থেকে ৪ লাখ টাকা দেনা আছি আমার সবকিছু শেষ হয়ে গেল আমি এখন পথে বসে পড়লাম।

প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন গভীর রাতে আগুনের ফুলকি দেখে আমি বাড়ি থেকে বের হয়ে এসে দেখি আগুন জ্বলছে দোকানে এ সময় ফায়ার সার্ভিসে খবর দেই এবং অন্যান্য লোকজনকে সঙ্গে করে আগুন নেভানোর চেষ্টা করি। 

ডামুড্যা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ বাবুল মিয়া বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে যাই। আমরা ধারনা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মো.জামাল হোসেন/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে