Dr. Neem on Daraz
Victory Day

দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে : আইনমন্ত্রী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৩:২৭ পিএম
দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়াঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আনিসুল হক জানান, গত ৪০ বছরে সারা বিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে।

মন্ত্রী বলেন, সরকার ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, দ্রুত সময়েই তেলের দাম কিছুটা কমে আসবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে তারা শিগগিরই জেলা পরিষদের নির্বাচন দেবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যেন শিগগিরই আইন সংশোধন করা যায়- সেই চেষ্টা করবে সরকার।

বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে