Dr. Neem on Daraz
Victory Day

সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০১:৪৩ পিএম
সুন্দরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

গাইবান্ধাঃ 'মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা' প্রতিপাদ্যের আলোকে সুন্দরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগে আত্মরক্ষামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোকন রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলজার হোসেন, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মী এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ এনজিও কর্মীরা।

এরআগে ফায়ার সার্ভিসের কর্মীদের উপস্থাপনায় দুর্যোগ থেকে আত্মরক্ষার নানা কৌশল শেখাতে মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সুদীপ্ত শামীম/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে