Dr. Neem on Daraz
Victory Day

রাঙ্গামাটিতে গ্রাম আদালত সচেতনতাবৃদ্ধিতে কর্মশালা


আগামী নিউজ | রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৪:০৭ পিএম
রাঙ্গামাটিতে গ্রাম আদালত সচেতনতাবৃদ্ধিতে কর্মশালা

রাঙ্গামাটিঃ পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইন ও গ্রাম আদালতের মধ্যে কোন ভাবেই সাংঘর্ষিক না হয় তার জন্য সকলকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

তিনি বলেন, যে কোন আইনের কারণে কেউ যাতে বঞ্চিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

শনিবার (৫ মার্চ) রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে রাঙামাটি জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ, রাঙামাটি জেলা পুলিশের এডিশনাল এসপি মাহমুদা বেগম, রাঙামাটি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাঙামাটি জেলার হেডম্যান, কার্বারী প্রতিনিধি ও স্থানীয় উন্নয়ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে