Dr. Neem on Daraz
Victory Day

রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২, ২০২২, ১১:১৩ এএম
রামেকের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহীঃ গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তারা। 

বুধবার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, করোনা সংক্রমণে কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় দুজন মারা গেছেন। দুজনই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০১ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (০২ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এই এক দিনে সুস্থ হয়ে ২ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।১০৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১৬ জন।

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল ল্যাবে ৪০টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর একটিতেও করোনা ধরা পড়েনি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৩২টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ১০০টি নমুনা পরীক্ষায় একটিতে, নাটোরের ৬৭টি নমুনা পরীক্ষায় ১৯টিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৫টি নমুনা পরীক্ষায় ৫টিতে এবং জয়পুরহাট জেলার ৬৮টি নমুনা পরীক্ষায় ৭টিতে করোনা ধরা পড়ে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১, নাটোরে ২৮ দশমিক ৩৫, চাঁপাইনবাবগঞ্জে ১১ দশমিক ১১ এবং জয়পুরহাটে ১০ দশমিক ৪৫ শতাংশ।

 

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে