Dr. Neem on Daraz
Victory Day

গোপালগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


আগামী নিউজ | গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:০৯ পিএম
গোপালগঞ্জে হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জঃ গাউস দাঁড়িয়া হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাঠি ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজারে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে কাঠি ও খানারপাড়সহ বিভিন্ন গ্রামের ৫ শতাধিক গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে নিহত গাউস দাঁড়িয়ার মা আতেফা বেগম, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন দাঁড়িয়া, শফিকুল আলম মোল্যা, রাজু আহম্মেদ, মামুনুর রশীদসহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তরা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নেয়ার দাবি জানিয়ে, বাকী পলাতক খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউছ দাঁড়িয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আজিম দাঁড়িয়া বাদী হয়ে ৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পযর্ন্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে