Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা


আগামী নিউজ | কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৩:৫২ পিএম
খোকসায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জরিমানা

কুষ্টিয়াঃ পণ্যের পাট মোড়ক ব্যবহার না করায় খোকসা উপজেলার পৌর বাজারে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে খোকসা পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী এ দণ্ড প্রদান করেন। 

মুদি দোকানদার মোঃ মকছেদ আলীর দোকানে পণ্যের মোড়কে পাটজাত ব্যবহার না করায় দন্ড বিধির ২০১০ এর ৪ ধারার অপরাধে এবং ১৪ ধারা মতে ২০০৯ মোতাবেক কুষ্টিয়া জেলা মুখ্য পাঠ পরিদর্শক মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এসময় ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য মুদি দোকান ব্যবসায়ীদের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে