Dr. Neem on Daraz
Victory Day

মানিকগঞ্জে গার্মেন্টস কর্মীর ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন


আগামী নিউজ | মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৩:২৫ পিএম
মানিকগঞ্জে গার্মেন্টস কর্মীর ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জঃ ‘এসিড নিক্ষেপ আর নয়, উত্যক্তকারিকে ছার নয়’ ঘরে বাইরে সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধ কর’ এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে জেলায় প্রথম আলো বন্ধু সভা মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন।

সম্প্রতি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার একজন গার্মেন্টস কর্মী তার মাদকসেবী স্বামী দ্বারা অমানবিক নিষ্ঠুর নির্যাতন ও এসিড আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর লড়াই করছে। ইতিমধ্যে একজন আসামী ধরা পরায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

প্রথম আলো বন্ধু সভা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি আবু সালেহ সালেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দস সালাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি মো. চান মিয়া, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাগরণী কিশোর ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ঘটনার সাথে জরিত সকল আসামি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তারা যেন কোন ফাক ফোকরে বের হইতে না পারে।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে