Dr. Neem on Daraz
Victory Day

শিবালয়ে উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে


আগামী নিউজ | শিবালয় (মানিকগঞ্জ)প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১০:৩০ এএম
শিবালয়ে উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

মানিকগঞ্জঃ শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নে আজ সোমবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। 

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ ৪৩ হাজার ৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার, ৬শ‘ ৯৭ জন। নারী ভোটার ৭০ হাজার, ৩শ‘ ৫৪জন।

উপজেলার ৭টি ইউনিয়নে ৭১টি কেন্দ্রের ৪শ‘ ৪০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, মেম্বার পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উপজেলা নির্বাচন ও রিটানিং অফিসার মাহবুবুুর রহমান জানান, এ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। উপজেলায় এই প্রথম ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে ভোট নিতে সময় লাগছে বেশি। 

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইন প্রয়োগ সংস্থার লোকজন নিয়োজিত আছেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, এ উপজেলায় এখনও কোনো অপ্রতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে