Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহী মেডিকেলে একদিনে মৃত্যু ৪, কমেছে সংক্রমণ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৯:৫২ এএম
রাজশাহী মেডিকেলে একদিনে মৃত্যু ৪, কমেছে সংক্রমণ

ফাইল ছবি

রাজশাহীতে কমে এসেছে করোনা সংক্রমণ। তবে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে একদিনে মারা গেছেন আরও চারজন। তারা সবাই করোনা উপসর্গে মারা গেছেন।

আজ সোমবার (৩১ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার সকাল সাড়ে আটটা থেকে আজ সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।

হাসপাতাল সূত্র বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী এবং দুজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। রামেক হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে ইউনিটটিতে মোট রোগীর সংখ্যা ৬০। এর মধ্যে ৩৬ জন করোনা রোগী।

এদিকে, সর্বশেষ একদিনে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৫১টি নমুনা। এর মধ্যে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে ২৭৫ জনের স্বাস্থ্য পরীক্ষায় ১১০ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার নেমে এসেছে ৪০ দশমিক ৮২ শতাংশে। আগের দিন এই হার ছিল ৬২ দশমিক ৮৫ শতাংশ। তার দুদিন আগে ৭০ শতাংশের ওপর উঠেছিলো শনাক্তের হার।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে